Type to search

খেলাধুলা

ছক্কায় বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিস গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার ছক্কার মাইলফলক গড়েছেন ক্রিস গেইল। শুক্রবার (৩০ অক্টোবর) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে এক বিধ্বংসী ইনিংস খেলার পথে এই মাইলফলক গড়েন গেইল।

টস জিতে গেইলের দলকে প্রথমে ব্যাট করতে পাঠায় রাজস্থান। প্রথম ওভারে মনদীপ ফিরতেই মাঠে আসেন ক্রিস গেইল। প্রথমে কিছুটা সামলে খেলেই পুরনো মেজাজে ধরা দেন। একের পর এক ৬ আছড়ে পড়ে শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রথমে রাহুলের সাথে ১২০ রানের পরে নিকোলাস পুরানের সাথে ৪১ রানের পার্টনারশিপও তিনি গড়েন। তবে একটুর জন্য তার শতরান হাতছাড়া হয়। তিনি ৬৩ বলে ৯৯ রান করে আর্চারের বলে বোল্ড হন। মারেন ৬টি চার এবং ৮টি বিশাল ৬। আর এর সাহায্যেই টি–২০ ক্রিকেটে ১০০০টি ছয় মারার রেকর্ডও গড়ে ফেলেন তিনি।

রেকর্ড বুকে কিন্তু বাকি প্রতিদ্বন্দ্বীরা ক্রিস গেইলের থেকে অনেকটাই পিছিয়ে। ২য় স্থানে থাকা কায়রন পোলার্ড মেরেছেন ৬৯০টি ৬। তৃতীয় স্থানে র‌য়েছেন ব্রেন্ডন ম্যাকালাম (‌৪৮৫)‌। কাছে পিঠে ভারতীয় বলতে রোহিত শর্মা।

তিনি নিজের টি–টোয়েন্টি কেরিয়ারে ৩৭৬টি ৬ মেরেছেন। এদিন ম্যাচে মূলত ক্রিস গেইলের ৯৯ রানের সৌজন্যে কিংসদের রান নির্ধারিত ২০ ওভারে দাঁড়ায় ৪ উইকেটে ১৮৫ রান।

Translate »