করোনার কবলে লুইস সুয়ারেজ

লা লিগায় আগামী শনিবার রাতে মুখোমুখি হবে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ। ‘হাইভোল্টেজ’ ম্যাচটি ভিন্ন মাত্রা পাচ্ছিল লিওনেল মেসি-লুইস সুয়ারেজের দ্বৈরথ দেখতে পাবার আশায়। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন দুই ‘পরম’ বন্ধুর লড়াই দেখার। কিন্তু সে আশায় গুড়েবালি।
উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) দিল দুসংবাদ- করোনায় আক্রান্ত সুয়ারেজ। এতে সাবেক ক্লাবের বিপক্ষে বর্তমান ক্লাব অ্যাটলেটিকোর হয়ে ওয়ান্দা মেট্রোপলিটানোতে নামা হচ্ছে না এই স্ট্রাইকারের।
চলতি মৌসুমের শুরুতে সুয়ারেজের দলবদলের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে স্প্যানিশ শীর্ষ প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দুই দল বার্সা-অ্যাটলেটিকো। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতীক্ষিত ওই ম্যাচে খেলা হচ্ছে না সুয়ারেজের।
লাতিন অঞ্চলের ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিনি। তবে স্বস্তির খবর হলো, সুস্থ আছেন সুয়ারেজ, যিনি এখন প্রটোকল মেনেই পালন করছেন কোয়ারেন্টাইন। এমন তথ্য নিশ্চিত করেছে এইউএফ।
এবিসিবি/টিএস