Type to search

খেলাধুলা

ওয়ানডের বর্ষসেরা বাবর, টেস্টের সেরা স্টোকস

গত বছর তিনটি ওয়ানডে সেঞ্চুরি করেছেন বাবর আজম। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ রানের ম্যাচ জয়ী অসাধারণ এক ইনিংস আছে তার। শুধু ওই সেঞ্চুরির ইনিংস নয় ম্যাচ জয়ী আরও কটা ইনিংস বেরিয়েছে পাকিস্তানের এই ডানহাতি টপ অর্ডার ব্যাটারের ব্যাট থেকে।

গত বছর মাত্র নয়টি ওয়ানডে খেলে ৬৭৯ রান করেছেন তিনি। পাঁচ ম্যাচে ফিফটিও পেয়েছেন। রান তুলেছেন ৮৪.৮৭ গড়ে। অসাধারণ ওই পারফরম্যান্স করায় আইসিসির ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন তিনি। বাবর ২০২১ সালেরও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন।

তিনি ব্যাট হাতে যেমন রান পেয়েছেন তেমনি দলকে অসাধারণ নেতৃত্বও দিয়েছেন। সেজন্য আইসিসির ঘোষিত ওয়ানডের বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন। সঙ্গে তাকে বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়কও করা হয়েছে।

এছাড়া বেন স্টোকস আইসিসির ঘোষিত বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন। জো রুটের থেকে নেতৃত্বভার নেওয়ার পরে ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন ডানহাতি পেসার ও বাঁহাতি ব্যাটার স্টোকস। ১৫ টেস্টে গত বছর তিনি ৮৭০ রান করেছেন। দুটি সেঞ্চুরি ও চারটি ফিফটি পেয়েছেন। বল হাতে নিয়েছেন ২৬ উইকেট।

গত বছরটাকে টেস্ট ক্রিকেটের বিপ্লবের বছর মনে করছেন অনেকে। ওই টেস্টে বেন স্টোকস অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন দলকে। কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও স্টোকসের জুটি পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে। ওই সিরিজে ৫.৫০ গড়ে রান তুলেছে ইংলিশরা। যেটাকে টেস্ট ক্রিকেটের ‘বাজ বল থিওরি’ বলা হচ্ছে। ভারতের বিপক্ষে একটি টেস্টে অসাধারণ খেলেছে ইংল্যান্ড।

এবিসিবি/এমআই

Translate »