Type to search

খেলাধুলা

এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ক্যাম্পে করোনার হানা

করোনাভাইরাস (কোভিড-১৯) হানা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ক্যাম্পে। দলটির ২ জন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড (সিএসএ)। তবে শনাক্ত ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি তারা।

উল্লেখ্য, করোনাভাইরাস বিরতি ভাঙ্গতে মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও। তাই খেলোয়াড়দের ফিটনেস ফিরিয়ে আনতে একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজন করতে সিএসএ প্রস্তুতি নিচ্ছে। সে লক্ষ্যে জাতীয় দলের খেলোয়াড়রাসহ ৩২ জন ক্রিকেটারকে নিয়ে সিএসএ একটা পুল তৈরি করেছে। ক্যাম্প শুরুর আগে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ৩২ ক্রিকেটারসহ মোট ৫০ জনের করোনা টেস্ট করা হয়। রির্পোটে দুই জনের পজিটিভ শনাক্ত হয়।

এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা অনুযায়ী খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের করোনা টেস্ট করা হয়েছে। তাতে দু’জনের করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তদের আইসোলেশনে রাখা হয়েছে। সেই ২ জনের কোনো রিপ্লেসমেন্ট ঘোষণা করা হবে না।

Translate »