Type to search

খেলাধুলা

আজ সিরিজ জয়ের আশায় নামবে টাইগাররা

টপ অর্ডারে অনেক দিন যাবৎই ভুগছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের মাটিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের টপ অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজেও হতাশ করেছে টপ অর্ডার। ফরম্যাট পালটে ওয়ানডে খেলতে নেমে টপ অর্ডারের ব্যর্থতা ঘোচে কি না সেটাই ছিল আগ্রহ। কিন্তু প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নেমে কাল এই ফরম্যাটেও নিদারুণ ব্যর্থ হয়েছে টপ অর্ডার। অবশ্য ওয়ানডে ফরম্যাটের টপ অর্ডারের ওপর পূর্ণ আস্হাই আছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর।

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন সিরিজের প্রথম ওয়ানডেতে গত আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের টপ অর্ডার। ২১৫ রানের ছোট টার্গেটের জবাব দিতে নেমে ১৮ রানে চার উইকেট হারিয়ে বসা বাংলাদেশ ৪৫ রানে হারিয়ে ফেলে ষষ্ঠ উইকেট। দুই তরুণ তুর্কি আফিফ ও মিরাজের সময়োপযোগী এক পার্টনারশিপে অবশ্য ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে টপ অর্ডার নিয়ে চিন্তা রয়েই গেল।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ওপেনিং করছেন তামিম ইকবাল, লিটন দাস। তিনে সাকিব আল হাসান, চার-পাঁচে সাধারণত ব্যাটিং করেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। এত অভিজ্ঞদের নিয়ে গড়া টপ অর্ডারে পূর্ণ আস্হার কথাটাই জানালেন কোচ রাসেল ডমিঙ্গো।

আজ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাসেল ডমিঙ্গো সাংবাদিকদের বলেন, ‘আরো ভালো করতেই হবে তাতে সন্দেহ নেই। তবে তামিম, মুশফিক, রিয়াদ, সাকিবকে নিয়ে কোয়ালিটি অর্ডার আছে আমাদের। পাশাপাশি রয়েছে লিটনও। হাই কোয়ালিটি ব্যাটিং লাইনআপ আমাদের।’
অনেক দিন পর ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল শেষ হতেই নেমে পড়তে হয়েছে আফগানিস্তান সিরিজে। প্রথম ম্যাচের টপ অর্ডারের ধস এটাতেও কারণ খুঁজছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘ছেলেরা অনেক দিন টি-টোয়েন্টি খেলার পর এক দিনের ক্রিকেটে ফিরেছে। প্রথম ম্যাচের পারফরম্যান্সে তারা নিজেরাও হতাশ হয়েছে। আজ আরো অনেক ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছি।’

এবিসিবি/এমআই

Translate »