Type to search

অন্যান্য

ইসলামী আন্দোলন ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে আজ

ফ্রান্সে সরকারের মদতে মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

গতকাল সোমবার দলের প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ফরাসি দূতাবাসের উদ্দেশে গণমিছিল শুরু করবে ইসলামী আন্দোলন। সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এতে নেতৃত্ব দেবেন। এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত করা হবে।

Translate »