ঢাকায় ১৭’তম ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী।
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হতে চলেছেন বিক্রম দোরাইস্বামী।
বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমান বিক্রম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বর্তমান দায়িত্বরত।
হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ ২০১৯ সালের জানুয়ারিতে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন।
এরপর বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্তি লাভ করেছেন বিক্রম দোরাইস্বামী।
রিভা গাঙ্গুলির পর বিক্রম হবেন ১৭’তম হাইকমিশনার।
অন্যদিকে, রিভা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দেবেন।
উক্ত পদে বর্তমান আছেন বিজয় ঠাকুর সিং। তিনি আগামি সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করবেন।
উল্লেখ্য যে, বিক্রম এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
রিভা গাঙ্গুলির আগে উক্ত পদে ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।
বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি বুধবার এবং বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে।
সেখানে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক স্বার্থজড়িত বহু বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
রিভা আবারও আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের যে কোন প্রতিকূল অবস্থায় ভারত পাশে আছে।এবং থাকবে।
এছাড়া গতকালও অন্য এক এক আলোচনা পর্বে রিভা জানিয়েছেন, বাংলাদেশিদের জন্যে ভারতের ভিসা খুব শীঘই দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে রিভা সাক্ষাৎ করেন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বার্তাটি রাখলেন বাংলাদেশবাসির জন্যে!
তবে মেডিক্যাল ভিসা এবং বিজনেস ভিসাটাই প্রথমত দেয়া হবে। তবে এখনো বাংলাদেশের যারা খুব ইমার্জেন্সি রোগী, তাঁদের ভিসা দেয়া হয়।
তাঁর কথায়, ‘খুব ইর্মাজেন্সি মেডিক্যাল ভিসা, বিজনেস ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার। চেষ্টা করছি এটি যত তাড়াতাড়ি নরমাল হয়। এখনও যারা খুব ইর্মাজেন্সি রোগী তাদের ভিসা দেওয়া হয়।’
দু-দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে আরো খানিকটা সময় লাগবে। করোনা সংক্রমণের পিক টাইম চলছে ভারতে।
বাংলাদেশেও গ্রাফ উঠছে। ফলে একটু আশংকা থেকেই যাচ্ছে। তবে খুব শীঘ্রই ভিসা দেয়ার ব্যবস্থা করা হবে। একথা আজ তিনি জোর দিয়েই বলেন। এবিষয়ে কাজ চলছে। সাধারণ জনগণ আরো সাবধান হয়ে চললে, খুব শীঘ্রই হয়তো স্বাভাবিকত্ব ফিরিয়ে পাবেন।
Source: bengali.nenow.in