‘সাংবাদিকদের কণ্ঠ যখনই রোধ করেন, তখনই জঙ্গিবাদের উত্থান হয়’: ডা. জাফরুল্লাহ চৌধুরী
প্রধানমন্ত্রীকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী উদ্দেশ্য করে বলেছেন, গণমাধ্যম কর্মীদের সত্য অনুসন্ধান করার সুযোগ দিন। যতো মামলা আছে তাদের বিরুদ্ধে সব তুলে নিন। শুধু তাই নয়, কবরে পাঠাতে হবে ডিজিটাল নিরাপত্তা আইনকে। তাহলে আপনার ও দেশের উন্নতি হবে। গণতন্ত্রের দিকে ধাবিত হবে দেশ।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদেরকে আহ্বান করেছেন, কোনো প্রকার হলুদ সাংবাদিকতা যেন না হয়। কিন্তু এই সরকার সৃষ্টি করছেতো হলুদ সাংবাদিকতা। সত্য অনুসন্ধানী হলেন সাংবাদিকরা। সবসময় তারা সত্য প্রকাশ করেন। আওয়ামীলীগ সরকারের সবচেয়ে বড় বন্ধু হলুদ সাংবাদিকরা। সঠিক তথ্যকে সামনে তুলে ধরেন প্রকৃত সাংবাদিকরা। সেই গণমাধ্যম কর্মীদের কণ্ঠ যখনই রোধ করেন, তখনই জঙ্গিবাদের উত্থান হয় দেশে।
সরকারের ভুল নীতি দেশকে ভুল পথে অগ্রসর করছে মন্তব্য করে তিনি বলেন, ঐক্যবদ্ধ হতে হবে আজ সবাইকে। সম্মিলিতভাবে কথা বলার অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাহলে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে দেশে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী সমাবেশস্থলে অসুস্থবোধ করায় চেয়ারে বসে বক্তব্য দেন। পরে দ্রুত ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে তার শারীরিক চেকআপ করেন অধ্যাপক ডা. নজিব মোহাম্মদ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকন, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের-ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইনসহ আরো অনেকে বক্তব্য দেন।