Type to search

আন্তর্জাতিক

স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই ভারতের সাথে সম্পর্ক আরো গভীর বাংলাদেশের

ভারতের হায়দারাবাদে অবস্থিত ভারতীয় বিমান বাহিনী অ্যাকাডেমিতে কম্বাইন্ড গ্রাজুয়েশন প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। শনিবার (১৭ ডিসেম্বর) কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।

এসময় আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান। তিনি বলেছেন, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের অগ্রণী ভূমিকা রয়েছে। এক প্রতিবেদন এমন তথ্য জানয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশ একই মায়ের দুই সন্তান, তারা একে অপরের সহোদর। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই তাদের সম্পর্ক আরো গভীর হয়েছে।

এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের ভাষায়, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে নাভির সংযোগ রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই সংযোগ আরও গভীর হয়েছে।’

এ সময় তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারত ও ভারতীয় বিমান বাহিনীর অবদানের কথা স্মরণ করে বলেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্মও এই দেশেরই ডিমাপুরে। ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম হয় বাংলাদেশ বিমান বাহিনীর। তিনি জোর দিয়ে বলেন দুটি দেশের মাঝেই পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান বিদ্যমান।

১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম উল্লেখ করে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলেন, সেই ঐতিহ্য নিয়েই আজ উভয় দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ রয়েছে।

এবিসিবি/এমআই

Translate »