রাশিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু

কোভিড-১৯ টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে রাশিয়া। দেশটির রাজধানী মস্কোয় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনরকম তথ্য প্রকাশ না করেই রাশিয়া গত আগস্টে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য ‘স্পুটনিক ভি’ নামের টিকার লাইসেন্স দেয়। এখন সেটির ব্যবহারও শুরু হয়েছে।
টিকাটির নির্মাতারা জানিয়েছে, এটি ৯৫ শতাংশ কার্যকরী এবং বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে এখনও ভ্যাকসিনটির গণ-পরীক্ষার কার্যক্রম শেষ হয়নি।
এই সপ্তাহেই টিকার প্রথম ২টি ডোজ পাওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছেন হাজার হাজার জনগণ। তবে রাশিয়া মোট কত ভ্যাকসিন তৈরি করতে পারবে, সেটা এখনও পরিষ্কার নয়।
এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিনটির উৎপাদকরা ২০ লাখ টিকা তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, স্কুল, স্বাস্থ্যসেবা আর সমাজকর্মীদের আগে টিকাটি দেওয়া হবে। তবে যত ভ্যাকসিন আসতে থাকবে, এই তালিকা তখন আরও বড় হতে শুরু করবে।
এসব পেশার বাসিন্দারা অনলাইনে তালিকাভুক্তির মাধ্যমে টাউনের ৭০টি স্থানে টিকা দেওয়ার জন্য বুকিং দিতে পারবেন।
এখন পর্যন্ত রাশিয়ায় তেইশ লাখ ৮২ হাজার ১২ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৪১ হাজার ৭৩০ জনের মৃত্যু হয়েছে।
করোনায় সবচেয়ে বেশি শনাক্ত মস্কোর বাসিন্দারা। মস্কোতে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনাভাইরাসে পজিটিভ শনাক্ত হচ্ছেন।
কিছুদিন আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা, এমএইচআরএ বলছে,করোনাভাইরাস প্রতিরোধে ৯৫ শতাংশ সক্ষম এই টিকাটি এখন ব্যবহারের জন্য নিরাপদ।
তবে অনুমোদন দেওয়া হলেও মানুষের মধ্যে এখনও টিকাটির আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হয়নি।