যুক্তরাষ্ট্রে মসজিদের সামনে গুলিতে ইমামের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি মসজিদের সামনে গুলি করে এক ইমামকে হত্যা করা হয়েছে। বুধবার নিউআর্ক এলাকায় একটি মসজিদের পাশে হাসান শরিফ নামের ওই ইমামকে কয়েক দফায় গুলি করা হয়। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল এসব তথ্য জানিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটকিন বলেন, মসজিদের পাশে গুলিবিদ্ধ হন হাসান শরিফ। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। খবর আরব নিউজের
প্ল্যাটকিন আরও বলেন, ‘আমরা এখনো এ হামলার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানি না। তবে এখন পর্যন্ত যেসব আলামত সংগ্রহ করা হয়েছে, তাতে এটিকে বিরোধপূর্ণ কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। এটিকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলেও মনে হয়নি।’
এ হামলাকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে স্টিফেনস বলেন, ‘আমরা ইমামের পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’
এবিসিবি/এমআই