মারা গেছেন পোপ ফ্রান্সিস

বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে মারা যান তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ষোড়শ বেনেডিক্টের পর ২০১৩ সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। ফ্রান্সিসের মৃত্যুর বিষয়ে বিবৃতি দিয়েছে ভ্যাটিকান সিটি। সেখানে বলা হয়েছে, ২০২৫ সালের ২১ এপ্রিল সোমবার দিনের প্রথম প্রহরে মারা গেছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের কাসা সান্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এ বছরের ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। ভ্যাটিকান জানায়, শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ।
ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট ‘দি হোলি সি’-এর তথ্যমতে, পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর, আর্জেন্টিনার বুয়েনস আয়ারসে। বাবা মারিও আর রেগিনা সিভোরি। ইতালীয় অভিবাসী বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক।
কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময়ে তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। ১৯৬৯ সালে ধর্মযাজক হন। ১৯৯৮ সালে আর্জেন্টিনায় আর্চবিশপ হন তিনি। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে ২০১৩ সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।
-বিবিসি