ভারতের প্রত্যর্পণের দাবি ‘উড়িয়ে’ নিজ্জর ঘনিষ্ঠ খলিস্তানি নেতাকে জামিন দিলো কানাডা
প্রত্যর্পণ দাবি করে একাধিকবার কানাডা সরকারের কাছে দরবার করেও শেষ রক্ষা হলো না। কানাডার আদালতে জামিন পেয়ে গেলেন খলিস্তানপন্থী অর্শদীপ দাল্লা। তাকে ৩০ হাজার আমেরিকান ডলারের বন্ডে জামিন দিয়েছেন বিচারক। অর্শদীপের গ্রেপ্তারের পরই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছিল ভারত সরকার। কিন্তু তার মধ্যেই তার জামিন মঞ্জুর হওয়ায় ভারতের উদ্বেগ বাড়ল বলেই মনে করছেন অনেকে।
সেপ্টেম্বরে কানাডার মিলটন শহরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তদন্তকারীদের সন্দেহ, সেই ঘটনায় সম্পৃক্ততা ছিল অর্শদীপের। আততায়ীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন তিনিই। সেই মামলাতে গত ২৮ অক্টোবর কানাডার অন্টারিওতে গ্রেফতার করা হয় অর্শদীপকে। তারপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করে নরেন্দ্র মোদি সরকার। সে ব্যাপারে কথাবার্তা চলছিল কানাডা কর্তৃপক্ষের সঙ্গে। অর্শদীপের জামিন মঞ্জুর হওয়ায় সেই প্রক্রিয়ায় ধাক্কা খেল বলে মত অনেকের। ৩০ হাজার ডলারের বন্ডের ভিত্তিতে অর্শদীপ জামিন পেলেও মামলার শুনানি চলবে কানাডার আদালতে।
তবে সূত্রের খবর, অর্শদীপের প্রত্যর্পণের ব্যাপারে পিছু হটবে না ভারত সরকার। গত মাসেই কানাডার অন্টারিওর এক আদালতে ভারত সরকারের প্রত্যর্পণের অনুরোধ সংক্রান্ত মামলা নথিভুক্ত করা হয়েছে।
ভারতে একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে অর্শদীপের বিরুদ্ধে। ভারতের তরফে তাকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণাও করা হয়েছিল। তবে নাগাল পাওয়া যায়নি। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, কানাডায় স্ত্রীকে নিয়ে বাস করছিলেন অর্শদীপ। কানাডায় খুন হওয়া খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ ছিল এই অর্শদীপ। নিজ্জরের পর খলিস্তান টাইগার ফোর্সের নেতৃত্ব তার হাতেই রয়েছে বলে অনুমান করা হয়।
সূত্র: এনডিটিভি