ভারতে নতুন করে ৭৫ হাজার ৭৬০ জন করোনা সংক্রমণের রেকর্ড

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭৫ হাজার মানুষ। দেশটিতে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ পজিটিভ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সেখানে করোনাভায় মৃত্যুর সংখ্যাও ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯ লাখ ২৪ হাজার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৫ হাজার ৭৬০ জন। এ নিয়ে সেখানে মোট শনাক্তের সংখ্যা ৩৩ লাখ ১ হাজার ছাড়িয়ে গেছে। খবর সংস্থা এনডিটিভি
শনাক্তের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। আর মৃত্যুর দিক থেকে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ৬০ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। সেখানে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত করোনায় মারা গেছে ৬০ হাজার ৪৭২ জন।
করোনা সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্তের সংখ্যা ৫৮ লাখ ২১ হাজার ৬০২ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জনের।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ৩৭ লাখ ১৭ হাজার ১৫৬ জন করোনায় শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ১৭ হাজার ৬৬৫ জন।
তবে ভারতে শনাক্তের তুলনায় সুস্থতার হারও বেশি। সেখানে ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন সুস্থ হয়েছেন। পজিটিভ বিবেচনায় দেশটিতে সুস্থতার হার ৭৬ দশমিক ২৪ শতাংশ।