Type to search

Lead Story আন্তর্জাতিক কমিউনিটি

ভারতে গোরক্ষকদের হাতে যুবক নিহত

‘গো রক্ষক’দের একটি গ্রুপ ৩০ কিলোমিটার দাবড়ে পাচারকারী সন্দেহে ১৯ বছর বয়সী আরিয়ান মিশ্রকে হত্যা করেছে। হরিয়ানা রাজ্যের পালওয়াল জেলায় এ ঘটনা ঘটে গত মাসে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, আরিয়ান মিশ্র কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। ২৩শে আগস্ট দিবাগত রাত স্থানীয় সময় আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে তাকে ধাওয়া করে গোরক্ষকরা বাঘোলা গ্রামে গুলি করে হত্যা করে। এ ঘটনায় অভিযুক্তদের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ বলেছে, মূল অভিযুক্ত অনীল কৌশিক (৩৮) ‘লিভ ফর নেশন’ নামের একটি গ্রুপ চালায়। এই গ্রুপের কাজ হলো গরু রক্ষা করা। তার সঙ্গে অভিযুক্ত বরুণ, সৌরভ, কৃষ্ণান এবং আদেশ- সবার বয়স বিশের কোটায়। সবার বাড়ি ফরিদাবাদে।

অভিযোগে আরিয়ানের পিতা সিয়ানন্দ মিশ্র বলেছেন, হর্ষিৎ গুলাতি এবঙ সাগর গুলাতি নামের দুই ভাইয়ের সঙ্গে গাড়ি ড্রাইভ করতে গিয়েছিলেন তার ছেলে আরিয়ান। এ সময় সঙ্গে ছিলেন হর্ষিতের মা সুজাতা গুলাতি এবং প্রতিবেশী কীর্তি শর্মা। হর্ষিতের গাড়ি চালাচ্ছিল তারা। আরিয়ান এবং তার পরিবার গুলাতিদের বাসার ভাড়াটে। অভিযুক্তরা একটি মারুতি সুইফটে করে তাদেরকে পিছু তাড়া করে। তারা মনে করেছিল, গাড়ির এরা গরু পাচারকারী। তারা ফরিদাবাদ সেক্টর ২১ থেকে বাঘোলায় গিয়ে তাদের ধরে ফেলে এবং গুলি করে।
-ইন্ডিয়ান এক্সপ্রেস
Translate »