Type to search

আন্তর্জাতিক

ভারতে আমাজনের মাধ্যমে গাঁজা বিক্রির অভিযোগ

অনলাইনে গাঁজা বিক্রিতে সহায়তার অভিযোগে ভারতে ই-কমার্স ওয়েবসাইট আমাজনের কয়েকজন এক্সিকিউটিভকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে, ১৪ নভেম্বর ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে মধ্যপ্রদেশ পুলিশ। সেখান থেকেই এই চক্রের সন্ধান পাওয়া যায়। এরা পরে বিক্রির উদ্দেশ্যে আমাজন থেকে মাদকটি সংগ্রহ করেছিল।

প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক মিষ্টি স্টেভিয়া লিভস বিক্রির আড়ালে বিক্রি হতো গাঁজা। আমাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে অর্ডার করলেই ঠিকানা অনুযায়ী পৌঁছে যেত এ মাদক।

এই ঘটনায় প্রতিষ্ঠানটির কতজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে বিষয়টি সামনে আসার পর প্রথমে আমাজনে নির্বাহী কর্মকর্তাকে তলব করে পুলিশ জানতে পারে, এখান থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার কেজি গাঁজা বিক্রি হয়েছে। এর আনুমানিক মূল্য ১ লাখ ৪৮ হাজার ডলার।

এবিসিবি/এমআই

Translate »