Type to search

আন্তর্জাতিক

বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে সম্মত পুতিন-সালমান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বুধবারের ফোনালাপে দুই নেতা বিশ্ব জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে কাজ করবেন বলে সম্মত হয়েছেন। খবর: আরব নিউজ’র

২০২৩ ব্রিকস সম্মেলনসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন ভ্লাদিমির পুতিন ও মোহাম্মদ বিন সালমান। ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে সৌদি আরবের অংশীদারিত্ব বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন সৌদি ক্রাউন প্রিন্স।

সৌদি আরব ও রাশিয়ার মধ্যে বিভিন্ন খাতে নানাবিধ সম্ভাবনা নিয়েও আলোচনা করেন ২ নেতা।

এবিসিবি/এমআই

Translate »