Type to search

আন্তর্জাতিক

বাবার ক্ষমতার শেষ দিনে হোয়াইট হাউসে বাগদানের কথা জানালেন ট্রাম্পকন্যা

হোয়াইট হাউসের বারান্দায় দাঁড়িয়ে টিফিনি আঙুলে পরে থাকা বাগদানের আংটিসহ নিজের এবং বুলোসের একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন- ছবি: সংগৃহীত

 

অনলাইন ডেস্ক:

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফিনি ট্রাম্প নিজের বাগদানের কথা ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের বন্ধু ধনী ব্যবসায়ীর উত্তরাধিকার মাইকেল বোলাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার দিনে ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দিলেন টিফিনি।

টিফিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের একমাত্র সন্তান। তিনি ২০২০ সালে জর্জটাউন ল স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি নিজেকে বড় ভাইবোনদের তুলনায় গত চার বছর অনেক ক্ষেত্রেই আড়াল করে রেখেছিলেন। গত গ্রীষ্মে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রথমবারের মতো রাজনৈতিক আলোচনায় আসেন টিফিনি। খবর সিএনএনের

বাবার ক্ষমতার শেষ দিনে বাগদানের সুখবর নিজ ইনস্টাগ্রামে পোস্ট করে টিফিনি বলেন, হোয়াইট হাউসে আমাদের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম আমরা।

টিফিনি বলেন, হোয়াইট হাউসে বাগদান অনুষ্ঠান আমার জন্য ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। হোয়াইট হাউসের বারান্দায় দাঁড়িয়ে টিফিনি আঙুলে পরে থাকা বাগদানের আংটিসহ নিজের এবং বুলোসের একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

Translate »