ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের অভিনব প্রতিবাদ
ভারতের মুম্বাইয়ের মোহাম্মদ আলী সড়কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের পোস্টার সেঁটে দেয়া হয়েছে।
ইসলামের মহানবীকে (সা) বিদ্রূপ করে কার্টুন ব্যাঙ্গাচিত্র প্রকাশে তার সমর্থন ও ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই অভিনব প্রতিবাদ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোহাম্মদ আলি সড়কে ওই পোস্টারের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে ও লোকজন হেঁটে যাচ্ছেন। এছাড়া ম্যাক্রনের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতেও দেখা গেছে।
মিছিলে অংশ নেয়া লোকজনের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমাদের মহানবী (সা.), আমাদের সম্মান।’ আর জুতা দিয়ে ওই পোস্টারে এক ব্যক্তিকে আঘাত করতেও দেখা গেছে।
তবে এই প্রতিবাদ পোস্টার নিয়ে মহারাষ্ট্রে রাজনৈতিক খেলা শুরু হয়েছে। শিব সেনা ‘ইসলামি সন্ত্রাসবাদে’ সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলেছে হিন্দুত্ববাদী দল বিজেপি।
এছাড়া যারা এই পোস্টার সাঁটিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও তারা দাবি করেছে।
বিজেপি নেতা কৃতি সময়া বলেন, ফরাসি যখন ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তখন এমন লোকদের পাশে দাঁড়িয়েছে মহারাষ্ট্র সরকার, যারা উগ্র ইসলামি সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছেন।
তবে দ্রুতই পোস্টার সরিয়ে ফেলেছে পুলিশ। এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের লুধিয়ানায়ও একইরকম প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া অনলাইনে ‘হ্যাশট্যাগ বয়কট ফ্রান্সের পণ্য প্রতিবাদও ছিল।
এমন এক সময় এসব ঘটছে, যখন ফরাসি শহর নিসে গির্জার বাইরে ছুরি হামলায় হতাহতদের প্রতি সংহতি জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ম্যাক্রনের লড়াইয়েও সমর্থন ব্যক্ত করেন।