Type to search

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

গাজায় হামলার সমালোচনা করতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মান স্বৈরাচার অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। এ নিয়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের

বরাবরই গাজায় হামলার কঠোর সমালোচক এরদোয়ান। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বিজ্ঞানবিষয়ক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘নেতানিয়াহু যা কিছু করছেন, তা কি কোনোভাবে হিটলারের চেয়ে কম? কোনোভাবেই কম নয়।’

টেলিভিশনে সম্প্রচারিত ওই বক্তব্যে তুরস্কের নেতা আরও বলেন, তারা হিটলারের খারাপ দিক নিয়ে আলোচনা করছেন। হিটলারের চেয়ে এখন (নেতানিয়াহুর) পার্থক্যটা কোথায়? তারা (ইসরায়েল) হিটলারের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

এর জবাবে নেতানিয়াহু তুরস্কের কুর্দিদের ওপর চালানো এরদোয়ান সরকারের দমনপীড়নের প্রসঙ্গ তুলে সমালোচনা করেন। পাশাপাশি তিনি হামাসকে সমর্থন দেওয়ার জন্য এরদোয়ানের নিন্দা জানান। তুরস্কের নেতার মন্তব্যের নিন্দা জানিয়েছে অ্যান্টি ডিফেমেশন লিগও। সংগঠনটি ১৯১৩ সাল থেকে ইহুদিবিদ্বেষমূলক কথা ও আচরণ পর্যবেক্ষণ করে আসছে। তারা এরদোয়ানের এ তুলনাকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন। নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগও।

এর আগে এরদোয়ান ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে আখ্যায়িত করতে অস্বীকার করেন। তখন তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকারের জন্য লড়াইকারীরা কখনও সন্ত্রাসী হতে পারে না; তারা স্বাধীনতাকামী।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে এরদোয়ানের মন্তব্য নিয়ে এ বাহাস চলছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় গাজায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এদিন অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হন। উপত্যকার উত্তরাঞ্চল, দক্ষিণের খান ইউনিস ও মধ্যাঞ্চলের আল-মাগাঝিতে বিমান হামলায় তারা নিহত হয়েছেন।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও হত্যা ও দমনপীড়ন চালাচ্ছে ইসরায়েল। সিএনএন জানায়, রামাল্লায় বুধবার রাতে অভিযান পরিচালনার সময় হাজেম আল কাত্তাউই নামে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

ক্ষয়ক্ষতি ও প্রাণহানি রয়েছে ইসরায়েলেরও। জাতিসংঘ জানিয়েছে, গত মঙ্গল ও বুধবার দুই দিনে গাজায় ইসরায়েলের ২২ সেনা নিহত হয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »