Type to search

আন্তর্জাতিক

তুরস্কে আকাশ ও প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে ‘সন্ত্রাসী’ হামলায় নিন্দা বিশ্ব নেতাদের

তুরস্কের আকাশ ও প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজের (টিএআই) সদর দপ্তরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। বুধবার রাজধানী আঙ্কারায় সন্ত্রাসীদের হামলায় পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড। এতে বলা হয়, তুর্কি প্রেসিডেন্ট এই হামলার প্রতিক্রিয়ায় বলেছেন- আমি তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের স্থাপনায় এই জঘন্য হামলার নিন্দা জানাই। তার পাশাপাশি রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ এবং আঞ্চলিক জোটের নেতারাও এই হামলার নিন্দা জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকসের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আঙ্কারার এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশে পুতিন বলেছেন, প্রিয় প্রেসিডেন্ট এবং সহকর্মীরা কাজানে আপনাদের স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। কিন্তু আমরা কাজ শুরু করার আগে আঙ্কারায় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করতে চাই। কেননা মিডিয়াতে সেখানে সন্ত্রাসী হামলার খবর জানানো হয়েছে।
এই সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র তার বন্ধুপ্রতীম দেশ তুরস্কের পাশে রয়েছে এবং সেখানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। হামলায় হতাহত এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। নিজের এক্সের এক পোস্টে এসব বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তার পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরিবিও ওই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আজ সকালে আমাদের প্রার্থনা ওই হামলায় ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য। আমরা এই কঠিন সময়ে তুর্কি জনগণের সঙ্গেই আছি।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমরা সকল সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানাই। ন্যাটো তার মিত্র দেশ তুর্কির সঙ্গেই রয়েছে বলেও জানিয়েছেন ন্যাটো প্রধান। সামরিক এই জোট আঙ্কারার ওই ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে এক্সের এক পোস্টে ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিভাগের প্রধান জোসেফ বোরেল বলেছেন, আঙ্কারায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। ইইউ তুর্কি জনগণের পাশে আছে বলেও জানিয়েছে জোসেফ।
তুরস্কে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, আঙ্কারায় সন্ত্রাসী হামলা একটি গুরুতর বিষয়। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার, বিশেষ করে যারা তাদের পরিবারের সদস্য হারিয়েছেন তাদের পাশে দাঁড়াতে আঙ্কারায় অবস্থিত ফরাসি নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ম্যাক্রোন।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এক্সের বার্তায় বলেছেন, আঙ্কারায় নিহত ও আহতদের খবরে আমি হতবাক। আমরা যেকোনো সন্ত্রাসবাদের নিন্দা জানাই এবং আমাদের অংশীদার তুর্কির পাশে দাঁড়াচ্ছি।

ডাচ প্রধানমন্ত্রী ডিক শুফও প্রেসিডেন্ট এরদোগানের প্রতি তার সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, নেদারল্যান্ডস সকল ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। আমরা তুর্কির প্রতি সহানুভূতিশীল এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারও এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, আমাদের সমাজে সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান নেই।

তুরস্কে অবস্থিত কানাডার দূতাবাসও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে। তারা বলেছে, সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আমরা তুরস্কের সঙ্গে আছি। এই কঠিন মুহূর্তে আমরা একে অপরের বন্ধু এবং মিত্র।

-টিআরটি ওয়ার্ল্ড

Translate »