Type to search

আন্তর্জাতিক

ট্রাম্পই সরকার গঠন করবে : পম্পেও

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, প্রতিটি ‘বৈধ’‌ ভোট গণনার পর দ্বিতীয় দফায়ও ট্রাম্পই সরকার গঠন করবেন। এর মধ্য দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়কে অস্বীকার করেছেন পম্পেও।

এতে তীব্র সমালোচনার মুখে পড়েন পম্পেও। পরে ফক্স নিউজকে একটি সাক্ষাৎকারে সুর নরম করে বলেছেন, আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে যে-ই বসুন না কেন, তিনি যেন বৈধ ভোটে জিতে ক্ষমতায় আসেন এবং সব আমেরিকানের সুরক্ষা নিশ্চিত করেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পম্পেও বলেন, দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন হবে মসৃণ। যদিও সমালোচনার মুখে পড়ে দৃশ্যত ওই বক্তব্য থেকে সরে আসেন তিনি। এখন পর্যন্ত ভোটের ফল মানছেন না ট্রাম্প। তিনি জানিয়েছেন, আদালতে এর ফয়সালা হবে। সবশেষ টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আদতে তিনিই বিজয়ী হতে চলেছেন।

এদিকে বাইডেন বলেছেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারবে না। চার বছর পরপর যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, ভোট গণনার ভিত্তিতে সেখানে বিজয়ী প্রার্থী সম্পর্কে পূর্বাভাস দিয়ে থাকে মার্কিন গণমাধ্যম। এখনও অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অনেক রাজ্যে এখনও ভোট গণনা চলছে। চূড়ান্ত ফল তখনই ঘোষিত হবে, যখন ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের সদস্যরা বৈঠকে বসবেন।

এদিকে রয়টার্স/ইসপোস পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্প নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুললেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এটি বিশ্বাস করে না। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৮০ ভাগই বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছে। এই ৮০ ভাগের মধ্যে অর্ধেকেরও বেশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থক।

এবিসিবি/টিএস

Translate »