Type to search

Lead Story আন্তর্জাতিক

কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ সালমান

করোনা ভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের নেওয়া কোভিড-১৯ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সালমানকে প্রথম ভ্যাকসিন দেওয়া হয়। শুক্রবার (২৫ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ এসব তথ্য জানিয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৮ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬১ হাজার ৯০৩ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮১৫ জন।

এছাড়া দেশটিতে করোনায় মারা গেছে ৬ হাজার ১৬৮ জন।

Translate »