Type to search

আন্তর্জাতিক

কাঁকড়া খেয়ে ৪ পর্যটকের মৃত্যু

সামুদ্রিক কাঁকড়া খেয়ে গত এক বছরে ভারতের দিঘায় মৃত্যু হয়েছে ৪ পর্যটকের। এরমধ্যে গত ২ মাসেই প্রাণ হারায় ২ জন। এতে এই খবরে উদ্বিগ্ন দেশটির পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

দেশটির সংবাদমাধ্যমের সংবাদে বলা হয়েছে, ৪ পর্যটকের মৃত্যু  শুধুমাত্র অ্যালার্জির কারণে না খাবারের গুণগত মানও দায়ী  তা জানতে খাদ্য দফতরের কর্মকর্তারা তদন্তে নেমেছে।

এরই মধ্যে আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকালে পুলিশকে সাথে নিয়ে দিঘার হোটেল এবং রেস্তরাঁয় অভিযান চালিয়েছেন খাদ্য দফতরের কর্মকর্তারা।

দিঘার প্রতিটি স্টলে গিয়ে খাবারের মান পরীক্ষা করেন তারা। ফ্রিজে রাখা সামগ্রীর গুণগত মানও পরীক্ষা করা হয়। খাদ্য দফতরের এমন ঝটিকা অভিযানে কিছুটা চমকে যান হোটেল এবং রেস্তরাঁ ব্যবসায়ীরা।

ওই অঞ্চলের খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মণিকা সরকার জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক ভিড় জমান দিঘায়। তাদের সুরক্ষার দিকটি খতিয়ে দেখতেই অভিযান শুরু করেছে খাদ্য দফতর।

এবিসিবি/এমআই

Translate »