ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেনকে হত্যার পেছনে ইসরায়েল
ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পেছনে ইসরায়েল হাত রয়েছে। এমনই ইঙ্গিত দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ।
তবে এই হামলা নিয়ে সংবাদ সংস্থা সিএনএনের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর অফিসে যোগাযোগ করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) তেহরান প্রদেশের দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরে অজ্ঞাত সন্ত্রাসীরা মোহসেন ফাখরিজাহের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করে। পরবর্তীতে হাসপাতালে মারা যান তিনি।
জাভেদ জারিফ এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন এবং এর পেছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
এছাড়া ইরানের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে উল্লেখ করা হয়েছে গুপ্তহত্যা হিসেবে।
ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে মোহসেনকে মাস্টারমাইন্ড হিসেবে দেখা হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সেইসাথে দেশটির শীর্ষ এই বিজ্ঞানীকে ‘ইরানীয় বোমার’ জনক হিসেবে আখ্যায়িত করা হয়। সংবাদ ম্যাধম বিবিসি, সিএনএন।