ইউক্রেনকে অস্ত্রসহায়তা পারমাণবিক বিপর্যয় ডেকে আনছে
রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে অস্ত্রসহায়তা দিয়ে পশ্চিমারা পারমাণবিক বিপর্যয়কে এগিয়ে আনছে। এর ফলে ইউক্রেনে পরমাণু ঝুঁকিও বাড়বে। রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেভ এসব কথা বলেন। এদিকে আকস্মিক সফরে কিয়েভ যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইউক্রেনকে ৪০ কোটি ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভসহ সব পক্ষের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছে চীন। গতকাল এক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
অন্যদিকে রাশিয়ার হামলার আশঙ্কায় আছে প্রতিবেশী দেশ মলদোভা। গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিন পরমাণু চুক্তি থেকে সরে এসেছেন। তিনি পরমাণু বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে মেদভেদেভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এই লড়াইকে অস্তিত্বের লড়াই হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তার পরও পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে অস্ত্রসহায়তা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যত বেশি অস্ত্র দেবে তত বেশি পরমাণু বিপর্যয় ঘনিয়ে আসবে। সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, অস্ত্রের সরবরাহ অব্যাহত থাকলেও পুনরায় আলোচনার সম্ভাবনা বন্ধ হতে পারে না। রাশিয়ার প্রতিপক্ষদের লক্ষ্য অবশ্যই ব্যর্থ হবে উল্লেখ করে মেদভেদেভ বলেন, পশ্চিমারা বিষয়টি বুঝতে পারছে না। এই কার্যক্রম সর্বনাশ এবং ক্ষতিই ডেকে আনবে।
- হামলার আশঙ্কায় মলদোভা
ইউক্রেনের দক্ষিণ-পূর্ব সীমান্তের দেশ মলদোভা। দেশটির সরকার আশঙ্কা করছে, মলদোভা দখল করতে হামলা চালাতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কথার পুনরাবৃত্তি করে মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বলেছেন, রাশিয়া গোয়েন্দাদের ব্যবহার করে তার দেশে জনগণের মধ্যে আন্দোলনকে উসকে দিচ্ছে। তবে তার আগে পুতিন অভিযোগ করেছিলেন, ইউক্রেন মলদোভায় থাকা রুশ ঘাঁটিতে আক্রমণ চালাতে পারে। তার এ দাবির পর আশঙ্কা আরো পোক্ত হয় যে, রাশিয়া কি তবে মলদোভাকেও ক্রিমিয়ার মতো সংযুক্ত করে নেবে?
কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল এডওয়ার্ড মিখাইলোভিচ মোসকালোভকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রবিবার এক ডিক্রিতে এ কথা জানান তিনি। গত বছর মার্চেই এ পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। তখন কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধানের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওলেকসান্দ্র পাভলুইক। যৌথ বাহিনীর কমান্ডার মোসকালোভম কেন বরখাস্ত করা হয়েছে, এ নিয়ে কোনো ব্যাখ্যা দেননি জেলেনস্কি। তবে দীর্ঘ সময় ধরে জেলেনস্কি প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন আনার চলমান প্রক্রিয়ার সর্বশেষ ঘটনা এটি। গত বছরের মাঝামাঝিতে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছিলেন জেলেনস্কি।
- কিয়েভে সৌদি পররাষ্ট্রমন্ত্রী
কিয়েভ সফর করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, রবিবার প্রিন্স ফয়সাল বিন ফারহান আকস্মিক সফরে ইউক্রেনে পৌঁছান। ইউক্রেন সফরে ৪০ কোটি ডলারে সহায়তা প্রদানের চুক্তি স্বাক্ষর হয়। —ডয়চেভেলে, রয়টার্স ও সিএনএন।
এবিসিবি/এমআই