Type to search

আন্তর্জাতিক

আমেরিকার ওপর চটে সফর বাতিল করল ইসরায়েল

ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের পরই ইসরায়েল হোয়াইট হাউজে এ সপ্তাহে তাদের প্রতিনিধিদলের নির্ধারিত সফর বাতিল করেছে। খবর বিবিসির

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোমবারের আনা প্রস্তাবনায় যুক্তরাষ্ট্র ভেটো না দিয়ে ভোটদানে বিরত ছিল। আর তাতেই চটেছে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবনা পাসের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা আগের অবস্থান থেকে স্পষ্টতই পিছু হটে গেছে।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ জাতিসংঘে তাদের নীতি থেকে সরে গেছে। দুঃখজনকভাবে তারা নতুন প্রস্তাবনাতে ভেটো দেয়নি। যে প্রস্তাবনায় যুদ্ধবিরতির আহ্বান জিম্মি মুক্তির শর্তসাপেক্ষে নয়। এতেই স্পষ্ট হয় যে, গাজায় যুদ্ধ শুরুর সময় থেকে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল তা থেকে তারা সরে গেছে।’

এদিকে ইসরায়েলের প্রতিনিধিদলের সফর বাতিলের পদক্ষেপে যুক্তরাষ্ট্র ‘খুবই হতাশ’ বলে জানিয়েছে। তবে বলেছে, এই সফর বাতিল হলেও আলাদাভাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সফর হবে।

এবিসিবি/এমআই

Translate »