Type to search

আন্তর্জাতিক

আমেরিকা ও পশ্চিমাদের ঠেকাতে হুথির কঠোর হুঁশিয়ারি

লোহিত সাগরে জাহাজে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলা ঠেকাতে জোট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত লোহিত সাগরে যেকোনো জাহাজে তারা হামলা চালিয়ে যাবে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুথির একজন সিনিয়র কর্মকর্তা মোহামেদ আল-বুখাইতি বলেছেন, আমেরিকা যদি পুরো বিশ্বকে জড়ো করতেও সফল হয়, আমাদের সামরিক অভিযান থামবে না।

তিনি আরও বলেছেন, হুথিরা তখনই থামবে যখন গাজায় ইসরায়েল তাদের অপরাধ বন্ধ করবে এবং অবরুদ্ধ উপত্যকাটিতে খাবার, ওষুধ এবং জ্বালানি যেতে দেবে।

গত দুই মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। আহত ৫০ হাজারের বেশি।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা চলছে। সেইসঙ্গে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে হুথি গোষ্ঠী।

এবিসিবি/এমআই

Translate »