করোনায় আবারো গত ২৪ ঘন্টায় ভারতের রেকর্ড মৃত্যু
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়ে মারা গেছেন ৪৮ হাজার ৪৯ জন। আজ শুক্রবার (১৪ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত একদিনে ভারতে ৬৪ হাজার ৫৫৩ জন করোনা রোগী আক্রান্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ২৪ লাখ ৬১ হাজার ১৯০ জন করোনা রোগী পজিটিভ করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে ১৭ লাখ ৫১ হাজার ৫৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন
সর্বোচ্চ করোনা শনাক্তের দিক থেকে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকায় প্রথমে যুক্তরাষ্ট্রে এবং দ্বিতীয় ব্রাজিল রয়েছে।