Type to search

আন্তর্জাতিক স্বাস্থ্য

ফাইজারের করোনা টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকর দাবি

করোনাভাইরাস বা কোভিড-১৯ প্রতিরোধে নিজেদের তৈরি টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ও এর জার্মান পার্টনার বায়োএনটেক। বিশ্বজুড়ে এই সংকট মোকাবিলায় এটি একটি বড় অগ্রগতি বলে প্রতিষ্ঠান দুটি উল্লেখ করেছে।

সোমবার (৯ নভেম্বর) ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বৌরলা জানিয়েছে, আজকের দিনটি বিজ্ঞান ও মানবতার জন্য একটি দুর্দান্ত দিন। এমন সময় টিকার মাইলফলক অর্জন করেছি আমরা, যখন বিশ্বজুড়ে নতুন করে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হচ্ছে। খবর সংস্থা রয়টার্স

সংবাদমাধ্যম বলছে, প্রতিষ্ঠান ২টি সোমবার (৯ নভেম্বর) যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, টিকা ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মধ্যে গুরুতর অসুস্থ হননি কেউ। এছাড়া বড় আকারের ট্রায়ালের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়েছে একমাত্র এই টিকারই। তবে করোনা টিকাটির কার্যকারিতা কতদিন স্থায়ী হতে পারে, সে ব্যাপারে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রতিষ্ঠান ২টি এ মাসেই মার্কিন সরকারের কাছে অনুমোদন চাইবে। ১৬ থেকে ৮৫ বছর বয়সীদের জন্য টিকাটি ব্যবহার করতে চাইছে এই ফাইজার। অবশ্য মার্কিন সরকারের এজন্যও অনুমতি লাগবে।

বিশ্বজুড়ে চলমান করোনার বিরুদ্ধে লড়াইয়ে অল্প যে কয়েকটি টিকা আশার আলো দেখাচ্ছে, সোমবার (৯ নভেম্বর) তথ্যে তার সঙ্গে যুক্ত হয়েছে ফাইজারের ভ্যাকসিনটি।

কোভিড-১৯ মহামারিতে শনাক্ত সংখ্যা বাড়ছেই। এরমধ্যেই এগিয়ে চলছে ট্রায়াল গবেষণা ও টিকা উদ্ভাবন। বিশ্বজুড়ে ১৪০টিরও বেশি গবেষণার কাজ চললেও মাত্র কয়েকটি চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

Tags:
Translate »