নেপালে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ২১ জন

নেপালে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন।
নেপাল সরকারের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুরারি ওয়াস্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর সংস্থা নিউইয়র্ক টাইমস ও আলজাজিরার।
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পূর্বাঞ্চলীয় জেলা বরাহবিসেতে ১০ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাগলুঙ্গে ২ জন ভূমিধসে মারা গেছেন।
ওয়াস্তি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) খুব ভোরে ওই দুই স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে। গ্রামবাসীদের অনেকে ঘুমিয়ে থাকার কারণে নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাননি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
এ নিয়ে এবার বর্ষা মৌসুমে নেপালে ভূমিধস ও বন্যায় ৩১৪ জনের প্রাণহানি ঘটল। এখন পর্যন্ত অন্তত ১১১ জন নিখোঁজ রয়েছেন। ১৬০ জন আহত হয়েছেন।