মুসলিম উইঘুর জাতিগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে চীন

চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম উইঘুর জাতিগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে চীন বলেছেন, বিশ্ব উইঘুর কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বর্তমান চেয়ারম্যান ওমর কানাত। যুক্তরাষ্ট্র ভিত্তিক স্ট্রাটনিউজ গ্লোবালের সঙ্গে একান্ত আলাপকালে এতথ্য জানান কানাত।
‘মুসলিম উইঘুর জনগোষ্ঠীর সাথে চীন যে আচরণ করেছে, তা গণহত্যা কি না?’ এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য জানান তিনি। তিনি জানান, হ্যাঁ সেটিও গণহত্যা। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব মুসলিম উইঘুরদের কোন কাজে আসেনি। বরং তারা উইঘুরদের বাড়িটির জায়গাটিও দখল করেছে।
জানা যায়, জিনজিয়াং প্রদেশে আনুমানিক ৩০ বিলিয়ন টন তেল এবং ১০ হাজার বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ তামা, কয়লা এবং সোনা মজুদ রয়েছে।
চীনের মুসলিম উইঘুরদের প্রতি সহযোগিতার হাত না বাড়ানোর জন্য মুসলিম বিশ্বের সমালোচনা করেছিলেন ওমর কানাত। উইঘুরদের জন্য সাহায্য চেয়ে তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।