Type to search

আন্তর্জাতিক

২৫৪ ইসরায়েলি সাইটে সাইবার হামলা

দখলদার ইসরায়েলের তিনটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে ‘মোসেস স্টাফ’ বা ‘মুসার লাঠি’ নামের একটি হ্যাকার গ্রুপ। বুধবার (৩ নভেম্বর) ইসরেয়েলি দৈনিক জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

জেরুজালেম পোস্ট জানায় ‘ইহুদ লুতায়ান’, ‘ডেভিড’ ও ‘এইচজিএম’ কোম্পানির তথ্য ব্যাংক হাতিয়ে নিয়েছে হ্যাকারেরা। এতে ছিল বিভিন্ন প্রকল্প সংক্রান্ত তথ্য, মানচিত্র, চুক্তিপত্র, ছবি, চিঠি এবং কনফারেন্সগুলোর নানা ভিডিও।

হ্যাকার গ্রুপটি বলেছে, তারা এ পর্যন্ত ১৬৫টি সার্ভার ও ২৫৪টি ওয়েব সাইট হ্যাক করেছে এবং ১১ টেরাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ইসরাইলের পোস্টাল ব্যবস্থা ও যুদ্ধ মন্ত্রণালয়ের নানা তথ্য রয়েছে। এছাড়া যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফাইলও তাদের হাতে পড়েছে।

তারা আরও দাবি করেছে, ‘ইলেকট্রন সিলাগ’ ও ‘এপসিলোর’ কোম্পানির তথ্য তাদের হাতে রয়েছে। এছাড়া, সম্প্রতি ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় ও সর্ববৃহৎ হাসপাতালে সাইবার হামলা হয়েছে বলে খবর দিয়েছে হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম।

এবিসিবি/এমআই

Translate »