শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেননি প্রেসিডেন্ট ট্রাম্প
আসন্ন নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা সে ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও প্রতিশ্রুতি দেননি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে সংক্রান্ত এক প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কী ঘটে তা আমাদের দেখতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ ডিসেম্বর হতে যাচ্ছে। এই নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ডেমোক্র্যাট দলের প্রার্থী। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তার ক্ষমতা হস্তান্তর নিয়ে নতুন করে প্রশ্ন উঠল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ধারণা করা হচ্ছে এবার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভোট ডাকযোগে দেওয়া হবে।
এ প্রসঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আমি শক্তভাবেই ডাকযোগে ভোট নিয়ে অভিযোগ করেছি আপনারা জানেন। দুর্যোগপূণ এই প্রক্রিয়া।
তার ভাষ্য, মহামারি কোভিড-১৯ সময় ডাকযোগে বর্ধিত ভোট না হলে তিনি বিশ্বাস করেন, ক্ষমতা হস্তান্তরেরই কোনও প্রয়োজন হতো না। ডাকযোগের ভোট না থাকলে সবই শান্তিপূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ক্ষমতা হস্তান্তরেরই দরকার হবে না।