লেবাননে শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলায় ক্ষোভ
![](https://www.abcb.news/wp-content/uploads/2024/10/49-1728698087-800x394.webp)
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদরদপ্তরে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করলে এ ঘটনা ঘটে। এ হামলার ফলে ব্যাপক আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে ইসরায়েল।
গত শুক্রবার গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে নিজেদের সদরদপ্তরে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। ফলে ইসরায়েল ব্যাপক আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে, বিশেষ করে ‘ব্লু হেলমেট’ মিশনের ইউরোপীয় সদস্য দেশগুলোর কাছ থেকে। লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বলেছে, নাকুরা শহরে তাদের কার্যালয়ের ওপর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়েছে। এতে একটি পর্যবেক্ষণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দু’জন শান্তিরক্ষী আহত হয়েছেন।
ইসরায়েল গোলাবর্ষণের কথা স্বীকার করেছে। দেশটি দাবি করেছে, হিজবুল্লাহ যোদ্ধারা জাতিসংঘের ওই পোস্টের কাছে তৎপরতা চালাচ্ছিল। তারা ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ ঘটনার পর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ ছাড়া বৃহস্পতিবার রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
এদিকে টাইমস অব ইসরায়েলকে গতকাল ইসরায়েলের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ইরানে বড় হামলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করার জন্য ইসরায়েলিদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মার্কিন সফরের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
অন্যদিকে উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় ইসরায়েলের তিন রিজার্ভ সৈন্য নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এ নিয়ে গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৩৫৩ জনে দাঁড়াল।