লেবাননের ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৪, জনগনের সরকার বিরোধী ক্ষোভ বাড়ছে

লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবারের (৪ আগস্ট) ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা এনএনএ স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।
এছাড়া ভয়াবহ ওই বিস্ফোরণে আহত ৫ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ১২০ জনের অবস্থান খুবই গুরুতর। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দেশটিতে ওই ঘটনার পর থেকে জনগণের মধ্যে সরকারবিরোধী ক্ষোভ বাড়ছে। লেবাননের জনগণ বলছেন, সরকারের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এতে দেশটির নাগরিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসলেও সেই শোক বর্তমানে সরকারে বিরুদ্ধে ক্ষোভে পরিণত হচ্ছে।
ইতোমধ্যে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানী বৈরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।
এর আগে গত মঙ্গলবার এক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, বৈরুতের একটি গুদামে ছিল প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ এবং তাই বিস্ফোরিত হয়েছে। সংবাদ বিবিসি, রয়টার্স