Type to search

অর্থ ও বাণিজ্য আন্তর্জাতিক

রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ায় মস্কোর হুঁশিয়ারি

রাশিয়ার তেলের ওপর সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রুশ পার্লামেন্টের নিম্ন-কক্ষের বিদেশ নীতি বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লাটস্কি বলেছেন, এ রকম করা হলে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেবে।

এর আগে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দাম ৬০ ডলার নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে সম্মত হয়, যদিও ইউক্রেন চেয়েছিল এই মূল্য ৩০ ডলার করা হোক। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে জ্বালানির বিশ্ববাজারকে ক্ষতিগ্রস্ত না করে রুশ অর্থনীতিকে আঘাত করা।

ইউরোপিয়ান ইউনিয়ন ও জি-সেভেনবুক্ত দেশকে সতর্ক করে রাশিয়া বলেছে, কোনো দেশ এই ঊর্ধ্বসীমা কার্যকর করলে তাদের কাছে মস্কো তেল পাঠাবে না।

এদিকে আগামী ৫ ডিসেম্বর থেকে আরো একটি নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, যার ফলে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ সমুদ্রপথে রুশ অশোধিত তেল আমদানি করতে পারবে না। শিপিং বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় ভারত ও চীনের কাছে আরো বেশি অশোধিত তেল রপ্তানির জন্য রাশিয়া ১০০টিরও বেশি জাহাজের ব্যবস্থা করেছে। খবর বিবিসির।

এবিসিবি/এমআই

Translate »