Type to search

আন্তর্জাতিক

রাশিয়া হামলা করলে লড়তে প্রস্তুত

ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর প্রধান হুঁশিয়ার করে বলেছেন, রাশিয়ার যেকোন হামলার বিরুদ্ধে লড়তে প্রস্তুত তার দেশ। এজন্য কয়েক দশক ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। সেরকম কিছু ঘটলে ফিনল্যান্ড তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। খবর রয়টার্সের।

রাশিয়ার যেকোন আগ্রাসনের মুখে লড়াই করতে ফিনল্যান্ড কতটা প্রস্তুত সে সম্পর্কে এক সাক্ষাৎকারে কিভিনেন বলেন, ‘ইউক্রেনে যে ধরনের হামলা হচ্ছে, তেমন যুদ্ধের জন্য আমরা বিশেষভাবে আমাদের সামরিক প্রতিরক্ষা গড়ে তুলেছি। অস্ত্র, সাঁজোয়া বাহিনী এবং আকাশ প্রতিরক্ষায় আমাদের শক্তি বাড়িয়েছি। রাশিয়াকে ইউক্রেনে কঠোর প্রতিরোধের মুখে পড়তে হয়েছে, ফিনল্যান্ডেও সেরকমই হবে।

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জোট নিরপেক্ষ অবস্থান ধরে রাখা ফিনল্যান্ড ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ন্যাটোতে যোগ দিতে চাইছে।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে। মস্কো আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে তা হবে ‘বিরাট ভুল’ এবং এ পদক্ষেপ দু’দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

এবিসিবি/এমআই

Translate »