Type to search

আন্তর্জাতিক

রাশিয়ায় ডিনার পার্টিতে হ্যান্ড স্যানিটাইজার পান করায় ৭ জনের মৃত্যু

রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের প্রতিবেদনের তথ্যমতে, সম্প্রতি পূর্ব রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের এক বাড়িতে ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে নেশা করতে মদের বদলে স্যানিটাইজার পান করেন ৯ বন্ধু। এতে বিষক্রিয়ায় ঘটনাস্থলেই মারা যান ৩ জন। বাকি ৬ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। বাকি ২’জনের অবস্থাও আশঙ্কাজনক। এখন কোমায় রয়েছেন তারা।

ঘটনাস্থল থেকে হ্যান্ড স্যানিটাইজারের ৫ লিটারের একটি বোতল উদ্ধার করেছেন তদন্তকারীরা। বোতলটি স্থানীয় একটি দোকান থেকে কেনা হয়েছিল বলে জানা গেছে।

ভোক্তা অধিকার বিষয়ক সংস্থা রোসপোট্রেবনাডজর এক বিবৃতিতে বলা হয়েছে, পান করা ওই স্যানিটাইজারে ৬৯ শতাংশ মিথানল ছিল। পানের অযোগ্য এই অ্যালকোহল মারাত্মক প্রাণঘাতী। তারা জানান মাত্র ৩০ গ্রাম পান করলেই যে কেউ মারা যেতে পারে।

ঘটনার পর রাশিয়ার বেশ কয়েকটি এলাকায় মিথানলযুক্ত স্যানিটাইজার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

Translate »