Type to search

আন্তর্জাতিক

রাফায় পূর্ণ মাত্রার অভিযান ‘ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার’ ঝুঁকিতে ফেলবে

গাজার রাফায়পূর্ণ মাত্রায় স্থল অভিযান আন্তর্জাতিকভাবে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করবে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এ কথা বলেছেন।
তিনি ইসরাইলে সাংবাদিকদের বলেন, “হামাসকে পরাজিত করার ইসরাইলী লক্ষ্যেকে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু রাফায় বড় সামরিক স্থল অভিযান এটি অর্জনের উপায় নয়।” তিনি আরো বলেছেন, “বরং এটি বিশ্বজুড়ে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকিতে ফেলবে।”

Translate »