Type to search

Lead Story আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্র ইসরাইলের এজেন্ট নয়’, ট্রাম্প দূতের মন্তব্যে ক্ষুব্ধ তেলআবিব

যুক্তরাষ্ট্রের জিম্মিবিষয়ক দূত অ্যাডাম বোহলার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা নিয়ে ইসরাইলি সমালোচনার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের এজেন্ট নয়।

মার্কিন ও ইসরাইলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তবে বোহলারের এমন মন্তব্যে হতবাক হয়েছেন কয়েকজন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তা।  তারা টাইমস অব ইসরাইলকে জানিয়েছেন, ‘আমেরিকা ইসরাইলের এজেন্ট নয়’- ট্রাম্পের দূতের এমন মন্তব্য শুনে তারা অবাক হয়েছেন।

টাইমস অব ইসরাইল বলছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় সরাসরি আলোচনার মধ্যেই মার্কিন প্রতিনিধি ও হামাসের মধ্যে আলোচনায় গাজায় বন্দি মার্কিন জিম্মিদের ওপর গুরুত্ব দেওয়া হয়। যদিও বোহলার জোর দিয়ে বলেন, তার চূড়ান্ত লক্ষ্য ছিল সব জিম্মিদের মুক্তি।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-কে বোহলার বলেন, ‘আমরা দুই সপ্তাহ বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম না’।  তবে হামাসের সঙ্গে কখন এবং কয়টি বৈঠক হয় তা স্পষ্ট করতে অস্বীকৃতি জানান তিনি।

তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জিম্মিদের নিজ নিজ বাড়িতে দেখার সুযোগ আপনাদের রয়েছে।

সাক্ষাৎকারে বোহলারকে চ্যানেল-১২ প্রশ্ন করে যে, ‘বাস্তবসম্মতভাবে’ তিনি কি মনে করেন যে হামাস অবশেষে অস্ত্র সমর্পণ করতে এবং গাজার রাজনৈতিক ভবিষ্যতের অংশ না হতে রাজি হবে?  জবাবে তিনি বলেন, ‘আমি তা বিশ্বাস করি। ’

ট্রাম্পের এ দূত ইসরাইলি জনগণের উদ্দেশে বলেন, আপনাদের এ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে, মার্কিন প্রেসিডেন্ট, আমি, অথবা আমাদের প্রশাসনের কেউ আপনাদের ভুলে যাবে।

বোহলার আগের দিন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি’ খুব শিগগিরই হতে পারে।  আমরা বন্দিদের ক্ষমা করে দেব, হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে এবং তারা সম্মত হবে যে তারা ভবিষ্যতে রাজনৈতিক দলের অংশ হবে না।’

-টাইমস অব ইসরাইল

Translate »