Type to search

Lead Story আন্তর্জাতিক

মার্কিন নেতৃত্বাধীন জোট প্রত্যাহারে আলোচনায় একমত বাইডেন ও ইরাকি প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী সোমবার বলেছেন, তারা দেশটিতে জিহাদি বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোট সৈন্য প্রত্যাহারের ব্যাপারে কাজ চালিয়ে যাবেন। খবর এএফপির।

ইরাকের প্রতিবেশী দেশ ইরান সম্প্রতি মার্কিন মিত্র দেশ ইসরায়েলের ওপর ব্যাপক বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হোয়াইট হাউসে তারা এ বৈঠক করেন।

ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০১৪ সালে মার্কিন নেতৃত্বাধীন এ সামরিক জোট গঠন করা হয়েছিল। ওই বছর জিহাদিরা ইরাকের প্রায় এক তৃতীয়াংশ ভূখণ্ড এবং প্রতিবেশী দেশ সিরিয়ার একটি বড় অংশ দখল করেছিল।

জোটের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বর্তমানে ইরাকে প্রায় ২ হাজার ৫০০ এবং সিরিয়ায় ৯০০ সেনা রয়েছে।

এবিসিবি/এমআই

Translate »