Type to search

আন্তর্জাতিক

মার্কিনীদের প্রতিরক্ষায় কৃষ্ণাঙ্গ লয়েড অস্টিন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক চমক দেখাচ্ছেন। চলতি বছর কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের নির্মম হত্যা সেই বৈষম্যের ছাইচাপা আগুনকে উসকে দিয়েছিল। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্রে এবার এক কৃষ্ণাঙ্গকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন।

তারই পরিপ্রেক্ষিতে নতুন প্রতিরক্ষামন্ত্রীর পদ পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা জেনারেল লয়েড অস্টিন। জো বাইডেন ঘোষণা দিয়েছেন, লয়েড অস্টিন পেন্টাগন শাসন করবেন। ২০০৩ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ছিলেন লয়েড। ৬৭ বছর বয়সি আফ্রো-আমেরিকান লয়েড অস্টিন ৪০ বছরের বেশি সময় ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন।

ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি থেকে পাস করে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৩ সালের মার্চে তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের সহকারী ডিভিশন কমান্ডার ছিলেন লয়েড অস্টিন। পরে ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানে কমবাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ইরাকে মার্কিন সেনা অভিযানের নেতৃত্বে ছিলেন লয়েড অস্টিন। ২০১০ সালে ইরাকে মোতায়েন করা মার্কিন সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল ছিলেন তিনি। এরপর ২০১৬ সালে অবসরে যান।

Translate »