ভারতে জি২০ সম্মেলন: নিরাপত্তায় থাকছে লক্ষাধিক সদস্য

জি২০ শীর্ষ সম্মেলন ঘিরে ভারতের রাজধানী দিল্লিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতাদের আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কাজ করবে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ লাখ ৩০ হাজার সদস্য। এ ছাড়া থাকছে স্পেশাল কমান্ডো, ৫০টি টিম ও বুলেটপ্রুফ ৩০০টি গাড়ি। দু’দিনের এই সম্মেলন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর।
এই সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ বিশ্ব নেতারা। তবে এ সম্মেলনে উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর হয়ে ধনী দেশগুলোর এই সংগঠনে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতি ঘিরেও সংশয় দেখা দিয়েছে। তাঁর বদলে সম্মেলনে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী লি কিয়াং।
অন্যদিকে জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানরাও এই সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।
তাই দিল্লি পুলিশের পাশাপাশি বিভিন্ন বাহিনীর সদস্যরা এই নিরাপত্তা বলয় নিশ্চিত করার মিশনে অংশ নেবেন। সম্মেলন উপলক্ষে দিল্লিতে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল সীমিত করা হয়েছে। পাশাপাশি সব প্রবেশপথে থাকবে কড়া নিরাপত্তা। তিন দিনের জন্য শহরের কিছু এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কার্যালয়, অফিস, দোকানপাট, রেস্তোরাঁ বন্ধ রাখার পরিকল্পনা করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। হাইপ্রোফাইল এ আন্তর্জাতিক বৈঠক নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না সরকার।
রাষ্ট্রপ্রধান এবং অন্য প্রতিনিধিদের থাকা ও খাওয়ার জন্য দিল্লির মোট ৩০টি হোটেল বুক করা হয়েছে। রাজধানীর অভিজাত হোটেল আইটিসি মৌর্যতে থাকার ব্যবস্থা করা হয়েছে বাইডেনের। প্রেসিডেন্ট ছাড়াও মার্কিন প্রতিনিধি দলের জন্য দিল্লির অভিজাত হোটেলের ৪০০টি রুম বুক করা হয়েছে বলে জানা গেছে। বাইডেন থাকবেন ১৪ তলায়। তাঁর ফ্লোরে পৌঁছানোর জন্য একটি বিশেষ লিফট স্থাপন করা হয়েছে। খবর এনডিটিভির।
এবিসিবি/এমআই