ভারতে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯৩৩, নতুন শনাক্ত ৬১ হাজার ৫৩৭
ভারতে ক্রমশই যেন আরো মারাত্মক আকার নিচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় ভারতে করোনাভাইরাসে শনাক্ত হয়ে মারা গেছেন আরো ৯৩৩ জন। দেশটিতে নতুন করে ৬১ হাজার ৫৩৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনু স , ভারতে এ পর্যন্ত ২০ লাখ ৮৮ হাজার ৬১১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। । দেশটিতে এ পর্যন্ত ৪২ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে । ভারতে ১৪ লাখ ২৭ হাজার মানুষ করোনার সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে উঠেছেন।
বিশ্বে করোনাভাইরাস সংক্রমিত দেশগুলোর তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই রয়েছে ভারত। প্রতিদিনই ঝড়ের গতিতে ভারতে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। গত চার দিনে যেভাবে ভারতে দৈনিক সংক্রমণ ঘটেছে তা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের গত চার দিনের দৈনিক সংক্রমণের তুলনায় বেশি।