Type to search

আন্তর্জাতিক

ভারতে করোনার তান্ডবে শনাক্ত ৮৮,৬০০ জন, মৃত্যু ১,১২৪

ভারতে গত একদিনে ৮৮ হাজার ৬০০ জন নতুন করোনা রোগী পজিটিভ শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় শনাক্ত হয়ে মারা গেছেন এক হাজার ১২৪ জন। রবিবার (২৭ সেপ্টেম্বর),ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত ৫৯ লাখ ৯২ হাজার ৫৩৩ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৪৯ লাখ ৪১ হাজার ৬২৮ জন সুস্থ হয়েছেন। ভারতে এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়ে মারা গেছেন ৯৪ হাজার ৫০৩ জন।

সর্বোচ্চ করোনা রোগী আক্রান্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্র এ তালিকার শীর্ষে রয়েছে।

Translate »