Type to search

আন্তর্জাতিক

ভারতের মণিপুরে বাংলাদেশি তকমা দিয়ে ২৯ মুসলিম আটক

বাংলাদেশি তকমা দিয়ে মণিপুর রাজ্যে ২৯ জন ভারতীয় মুসলিমকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার সবার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কাগজপত্র রয়েছে। তারা কাজ করতে ভারতের আসাম থেকে মণিপুর রাজ্যে গিয়েছিলেন বলে জানা গেছে। বুধবার ত্রিপুরার দৈনিক দেশের কথা পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, বিজেপিশাসিত মণিপুর সরকারের পুলিশ বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে গ্রেফতার শুরু করেছে। সোমবার মণিপুর পশ্চিম ইম্ফল জেলার মায়াঙ্গ এলাকা থেকে ২৯ জন মুসলিম শ্রমিককে গ্রেফতার করে তারা। তাদের মধ্যে একজন নারী। তাদের সবার বাড়ি মণিপুরের পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় মণিপুরে কর্মরত বাঙালি মুসলিমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

মঙ্গলবার গ্রেফতার ২৫ জনের নাম প্রকাশ করেছে পুলিশ। তারা সেখানকার একটি পাউরুটি কারখানার শ্রমিক। এ বিষয়ে মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, ২৯ জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ভারতীয় নাগরিকত্বের আধার কার্ড জব্দ করা হয়েছে।

খবরে আরও বলা হয়, সারা ভারতে বাংলাভাষিদের সন্দেহভাজন বাংলাদেশি বলে বিজেপি যে প্রোপাগাণ্ডা চালায়, সেই প্রোপাগাণ্ডা বিজেপিশাসিত মণিপুরে শুরু করল মুখ্যমন্ত্রী বীরেন সিং সরকার। আসামেও বাংলাভাষী মুসলিমদের সন্দেহভাজন বাংলাদেশি তকমা দিয়ে নিয়মিত উচ্ছেদ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার।

-দৈনিক দেশের কথা পত্রিকা

Translate »