Type to search

আন্তর্জাতিক

ভারতের বাতাস দূষিত ও নোংরা: প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পরিবেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ভারতের বাতাসই দূষিত ও নোংরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কোভিড-১৯, জলবায়ু ও বর্ণবাদ ইস্যুতে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের সাথে তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

এদিন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসার বিষয়ে রাশিয়া, চীন ও ভারতের সমালোচনা করেন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। তিনি বলেন, চীনের অবস্থা দেখুন, কী রকম নোংরা একটি দেশ। ভারত ও রাশিয়াকে দেখুন। কী, দূষিত ও নোংরা বাতাস সেখানে।

এসময় মোদী সরকারের বিরুদ্ধে অতিরিক্ত আমদানি শুল্ক বসিয়ে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের পরিপন্থী আচরণেরও অভিযোগ করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।

Translate »