ভারতের ক্ষমতাসীন বিজেপিকে রুখতে সোনিয়া-মমতা বৈঠক

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে রুখতে বুধবার (২৬ আগস্ট) প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ আহ্বানে বিরোধীশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে ‘ভার্চুয়াল’ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের মূল আলোচ্য– করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে নিট এবং জেইই পরীক্ষা নেয়ার বিরোধিতা করা। বিরোধীদের নিয়ে এমন বৈঠকের যৌথ আহ্বায়ক হওয়ার জন্য মমতাকে প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সংবাদ সংস্থা আনন্দবাজার পত্রিকার।
সেই আহ্বানে সাড়া দিয়ে মমতার প্রস্তাব, বর্তমান সময়ের জরুরি দরকার বিবেচনা করে ওই বৈঠকে নিট এবং জেইই-প্রশ্নে আলোচনা হোক, যা মেনে নিয়েছেন নেত্রী সোনিয়া। সোনিয়া-মমতার যৌথ উদ্যোগে এমন বৈঠক সাম্প্রতিক সময়ে প্রথম।
কংগ্রেসের শীর্ষ স্তরে ডামাডোল সামাল দিয়ে গত সোমবার দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, আপাতত সভানেত্রী পদে থাকছেন সোনিয়া গন্ধীই।
কংগ্রেসে নেতৃত্ব বদলের দাবিতে সরব হয়েছেন যারা, তাদের মধ্যে অনেকে এবং কংগ্রেসের সঙ্গে জোট বা বোঝাপড়ায় থাকা দলগুলোর পক্ষ থেকেও নেতারা মত দিয়েছেন, এই টানাপোড়েনের কারণে বিরোধী ঐক্যকে ক্ষতিসাধিত হতে দেয়া উচিত নয়। তাতে বিজেপির লাভ। নরেন্দ্র মোদি-অমিত শাহদের বিরুদ্ধে বিরোধী শক্তিকে সমন্বয় করার প্রধান দায়িত্ব নিতে হবে সোনিয়া গান্ধীকেই।