Type to search

আন্তর্জাতিক

ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনীর অনুপ্রবেশের চেষ্টা, আমেরিকার নিন্দা 

ভারতের উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে চীনা বাহিনীর অনুপ্রবেশের প্রচেষ্টার নিন্দা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন।

অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে গত ৯ ডিসেম্বর সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ভারতীয় সেনারা চীনা বাহিনী পিএলএ-এর অনুপ্রবেশের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। এ নিয়ে কথা বলেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি, ব্রিগেডিয়ার-জেনারেল প্যাট্রিক রাইডার।

ভারত ও চীনের মধ্যকার এ সংঘর্ষ নিয়ে পেন্টাগন উদ্বিগ্ন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, চীন এই এলএসি বরাবর সামরিক শক্তি সংগঠিত করছে। তবে পেন্টাগন তার অংশীদারদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রতিশ্রুতিতে অবিচল থাকবে। মার্কিন এই কর্মকর্তা এমন পরিস্থিতিতে ভারতের চলমান প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানান।

গত ৯ ডিসেম্বর চীনা সৈন্যরা উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ভারতীয় সেনাসদস্যরা তাদের সফলভাবে প্রতিহত করে এলএসিতে স্থিতাবস্থা ফিরিয়ে আনে।

তবে এ সংঘর্ষে উভয় দেশেরই কিছু সেনাসদস্য আহত হয়। এর আগে ২০২০ সালের জুন মাসে ভারতের লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতীয় বাহিনীর ২০ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে চীনের ৪০ জন সেনা হতাহত হয়েছেন বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়।

এবিসিবি/এমআই

Translate »